![]() |
Twilight |
Koushik Mondal
This is my blog
Sunday, July 21, 2019
Sunday, March 17, 2019
Friday, January 18, 2019
Photography
Dhanmondi Lake View.. One day I was sitting on ground in Dhanmondi lake.. I captured this view that time.
Thursday, January 17, 2019
MY Photography
কিছু কথা
ভাবনার দেয়াল
মনের ক্যানভাসটুকুন কিছু অনুভূতি, উপলব্ধি আর কিছু কল্পনা নামক রঙ তুলির আঁচরে ফুটিয়ে তুলতে চাই। ইচ্ছে করে সারাদিন মনের অনুভূতিগুলো বিরামহীনভাবে লিখি। লিখতে লিখতে হাত থেকে ক্রামগত রক্ত ক্ষরণ হোক...।। রক্ত ক্ষরণ হোক মন থেকে, প্রান থেকে, মেধা থেকে, মনন থেকে। ইচ্ছে করে পৃথিবী ফুঁড়ে চষে বেড়াই গ্রহ থেকে গ্রহান্তরে...।। ইচ্ছে করে সারাদিন সবুজের মাঝে ঘুরে বেড়াই।ইচ্ছে করে চাঁদনী রাতে নিস্পলকভাবে চাঁদ দেখি, হাতে থাকবে গিটার আর গলায় থাকবে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে... উলছে পড়ে আলো...ও রজনীগন্ধা তোমার গন্ধ শুধা ঢালো...।। আহা... কি সূর, কি মায়া, কি ভালবাসা, কি অপরূপ স্নিগ্ধতা...।। ইসস আমি যে কতবার এই সুরের আঘাতে মৃত্যুবরণ করি তার হদিস নেই।। পায়ের নিচে থাকুক সমুদ্রের ঢেউ, থাকুক ঢেউয়ের কলতান। তখন নিজেকে এত ক্ষুদ্র মনে হবে যে ভাবতেই ভাল লাগবে।।
স্যার হুমায়ুন আজাদের বিখ্যাত সেই কবিতাটি আমার ভীষণ প্রিয়...
'' আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো, ছোট ঘাস্ফুলের জন্য
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে আমি হয়ত মারা যাবো চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে..."
একফোঁটা বৃষ্টির জন্যে..."
এইত আমি... এটাই তো আমি, বেশি কিছুই না...
Subscribe to:
Posts (Atom)